You are currently viewing স্বাস্থ্য ও পারিবারিক কল্যাণ কর্মসূচী

স্বাস্থ্য ও পারিবারিক কল্যাণ কর্মসূচী

(ক) এসএসএফপি প্রকল্প ‘সূর্যের হাসি ক্লিনিক’ (ইউএসএইড) এর আর্থিক সহায়তায় ১৪টি জেলায় ২৭টি উপজেলায় ৩২টি ক্লিনিক দ্বারা ২৫৪ ইউনিয়নের প্রায় ২৪ লক্ষ লোককে ডাক্তার, প্যারামেডিক, ক্লিনিক্যাল এইড ও মোবিলাইজারদের দ্বারা স্থায়ী ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক ও কমিউনিটি সার্ভিস প্রোভাইডের মাধ্যমে সেবা দিয়ে থাকে।

(খ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান, মেলা ও প্রশিক্ষণের আয়োজন।

(গ) স্কুল, প্রবীণ, কুষ্ঠ, ডায়বেটিকস ও পারিবারিক স্বাস্থ্য সেবা প্রকল্প।

(ঘ) মদ, মাদক দ্রব্য, ধূমপান ও এইডস/যৌনরোগ প্রতিরোধ কর্মসূচী।