(ক) জাতীয় তরুণ ট্রেনিং ইন্সটিটিউট ও বিভিন্ন বিভাগীয় ও জেলা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে নেতৃত্ব ও অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।
(খ)জাতীয় তরুণ সংঘ প্যারামেডিক প্রশিক্ষণ বই।
(গ)‘তরুণ বার্তা’; ‘তারুণ্য (সাহিত্য)’ ও জেটিএস ইন্টারন্যাশনাল ফোরাম ইংরেজী পত্রিকা।
(ঘ)বিভিন্ন বিষয়ের উপর যেমন: নিরাপদ মাতৃত্ব, যুব অসন্তোষ প্রভৃতি বিষয়ের উপর গবেষনা চালানো।